আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, বহু হতাহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৫ ২০২২, ২০:০৯

আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালের ওই ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আঞ্চলিক কর্মকর্তারা।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থার (ইউএসজিএস) জরিপ অনুসারে, আফগানিস্তানের জালালাবাদ শহরে রিখটার স্কেলে ভূমিকম্পের ৫ দশমিক ৩ মাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে, শক্তিশালী ওই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ। সেখানকার গভর্নরের মুখপাত্র মাওলাভি নাজিবুল্লাহ হানিফ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ভূমিকম্পে বিপুল আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

অন্যদিকে, বর্তমানে ভূমিকম্পে ধসে পড়া ইমারতগুলোতে প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধারকাজ চালাচ্ছেন। সবমিলিয়ে ধ্বংসস্তূপ থেকে আর মরদেহ পাওয়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

চলতি বছরের ২২ জুন দক্ষিণ এশিয়ার দেশটিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পে প্রায় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়। যার উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের খোস্ত শহরে এবং ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার গভীরে।