আফগানিস্তানে ফিরেছেন তা লে বা ন জ্যেষ্ঠ নেতা মোল্লা আবদুল গণি বেরাদার
একুশে জার্নাল ডটকম
আগস্ট ১৮ ২০২১, ১৪:১০

আফগানিস্তানে ফিরতে শুরু করেছেন তালেবানের শীর্ষ রাজনৈতিক নেতারা। গতকাল মঙ্গলবার কান্দাহারে ফিরেছেন তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা এবং জ্যেষ্ঠ নেতা মোল্লা আবদুল গণি বেরাদার।
তিনি তালেবানের রাজনৈতিক কার্যালয়েরও প্রধান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়।
তালেবানের বেশির ভাগ নেতা কাতারের রাজধানী দোহায় ছিলেন। সেখানে তাঁরা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর সেনা প্রত্যাহার বিষয়ে আলোচনা করছিলেন।
কান্দাহার শহরটি তালেবানের আধ্যাত্মিক জন্মস্থান। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী তাদের বিতাড়িত করার আগপর্যন্ত এই শহরটি ছিল তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি।
ভিডিও ফুটেজে দেখা গেছে, কান্দাহার বিমানবন্দর থেকে যখন মোল্লাহ আবদুল গানি বারাদার গাড়িতে করে যাচ্ছিলেন, তখন, উচ্ছ্বসিত জনতা তাঁকে অভিবাদন জানায়।
তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর গত সোমবার তাদের প্রথম সংবাদ সম্মেলনে মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, তাঁরা সরকার গঠনের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছেন।
এই প্রথম জনসম্মুখে এসে বক্তব্য দিলেন তালেবানের এই নেতা। এর আগে এই নেতার বক্তব্য ও বিবৃতি পেত সংবাদমাধ্যম।
তালেবানের নতুন সরকারে কে কে থাকছেন, তার কোনো ঘোষণা এখনও আসেনি।
استقبال أهالي قندهار الحار لوفد الامارة الاسلامیة الذي وصل قبیل المغرب الی مدینة قندهار من الدوحة. pic.twitter.com/6b6gmTNT3U
— Dr.M.Naeem (@IeaOffice) August 17, 2021