আফগানিস্তানে পাকিস্তানের হামলার প্রতিবাদে খোস্ত প্রদেশে পাকিস্তানবিরোধী মিছিল
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৮ ২০২২, ২১:৪৯

আফগানিস্তানে চালানো পাকিস্তানের হামলায় ৪৭ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার পাকিস্তান বিমানবাহিনীর হামলায় পূর্ব আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে এসব হতাহতের ঘটনা ঘটে। আফগান সরকারের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
রোববার আফগানিস্তানের খোস্ত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা শাবির আহমদ ওসমানি সংবাদ মাধ্যম এএফপিকে জানিয়েছে, নিহত বেসামরিক ব্যক্তির মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। খোস্ত প্রদেশের ডুরান্ড লাইন এলাকায় হামলার কারণে এসব ব্যক্তি নিহত হন।
আফগানিস্তানের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম তোলো নিউজের সরবরাহ করা ছবিতে দেখা গেছে যে পাকিস্তান বিমানবাহিনীর হামলায় অসংখ্য আফগান শিশু নিহত হয়েছে। ওই একই গণমাধ্যমে দেখা গেছে, আফগানিস্তানের খোস্ত প্রদেশের শত শত ব্যক্তি পাকিস্তানের নিন্দা করছেন এবং পাকিস্তানবিরোধী শ্লোগান দিচ্ছেন।