আফগানিস্তানের কান্দাহারে তালেবান হামলায় সরকারি কর্মকর্তাসহ নিহত ৬৫
একুশে জার্নাল ডটকম
জুলাই ০২ ২০১৯, ১৯:২৯
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে আমেরিকার মদদপুষ্ট সরকারের একটি অফিসে হামলা চালিয়েছে তালেবান। এতে সরকারের নির্বাচনী কর্মকর্তাসহ সরকারি বাহিনীর অন্তত ৬৫ সদস্য নিহত হয়েছে।
তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এক বিবৃতিতে জানিয়েছেন, শনিবার রাতে কান্দাহারের জেলা পরিষদের ভেতরে অভিযান চালিয়েছেন তালেবান যোদ্ধারা। এতে আমেরিকার মদদপুষ্ট আফগান সরকারের নির্বাচন কমিশনের আট কর্মকর্তা এবং আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সের (এএনডিএসএফ) ৫৭ সদস্য নিহত হয়েছে।
এদিকে নির্বাচন কমিশনের মুখপাত্র জাবিলুল্লাহ সাদাত এ হামলার কথা স্বীকার করে দাবি করেছেন, হামলায় নির্বাচন কমিশনের ৮ কর্মকর্তা নিহত হয়েছেন। আফগান বাহিনীর সদস্যদের নিহত হবার বিষয়ে তিনি কিছু বলেননি।
তবে আফগান পুলিশের একজন মুখপাত্র কাসিম আফগান বলেন, হামলায় কিছু নিরাপত্তা বাহিনীর কর্মীও নিহত হয় এবং জেলার সঙ্গে কেন্দ্রের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সূত্র : বিডি প্রতিদিন