আপন ভাই দ্বারা বোন ধর্ষিত: ধর্ষণের পর হত্যার চেষ্টা!

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ০৫ ২০২০, ২২:৫৬

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় আপন ভাইয়ের হাতে ধর্ষিত হল এক বোন।

গতকাল (০৪/০৯/২০২০) ৭নং কুলাউড়া সদর ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গভীর রাতে নিজ ভাই তার বড় বোনকে ধর্ষণ করেছেন এবং তাকে হত্যার চেষ্টা করেছেন। তখন ভিকটিম চিৎকার করলে এলাকার মানুষ ঐ ভাইকে আটক করে এবং রাত ৩ টার দিকে ধষর্ণকারীকে গাছের সাথে এলাকার মানুষ বেঁধে রেখে এলাকার চেয়ারম্যানকে খবর দেয়। তিনি বিষয়টি দেখতেছেন বলে জুম্মার নামাজের পর এক শালিশ বৈঠক করার কথা বলেন এবং চেয়ারম্যান ঘটনার ১২ ঘন্টা পর উপস্থিত হন।

এর আগে ধষর্ণকারী বাথরুমে যাবে বলে এলাকার প্রহরী তাকে বাথরুমে নিয়ে যায়। কিন্তুু ধর্ষণকারী যখন বাথরুমে যায়, তার মা তার হাতের বাঁধা রশি ঢিলা করে দেওয়ায় ধর্ষণকারী পালিয়ে যায়। দুপুর ২টার পর চেয়ারম্যান উপস্থিত হন এবং ভিকটিম নিজে ধর্ষণের পুরো ঘটনার বিবরণ দেন।

ভিকটিম বলেন, কি করে আমার আপন ভাই এই রকম জঘন্য কাজ করতে পারলো! আমার ছোট বোনকেও সে ধর্ষণ করেছে এবং আমরা মা বাবার কাছে কোন সাহায্য পাইনি। বরং তাকে আরও পালিয়ে যেতে সহযোগিতা করেছে।

অন্যদিকে জানা যায়, এর আগেও ধর্ষণকারীর উপর একাধিক ধর্ষণের অভিযোগ রয়েছে। ধর্ষণকারীর এসব খবর তুলে ধরাতে ‘আমার কুলাউড়া’ পত্রিকার নিজস্ব প্রতিনিধির উপর হামলার চেষ্টা করেছে ধর্ষণকারী ও তার সহযোগিরা। এসময় তার হাতে থাকা মোবাইল ও আইডি কার্ড ছিনিয়ে নেয় তারা।

এমন ঘটনার প্রেক্ষিতে এলাকাবাসী প্রশাসনেরর দৃষ্টি আকর্ষণ করে এই ধর্ষণকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি করে। যাতে এমন জঘন্য কাজ সমাজে আর কোন ভাই না করে।