আপনার ঈদ আনন্দে শরীক থাকুক পাশের দরিদ্র শিশুটিও -ইশা ছাত্র আন্দোলন
একুশে জার্নাল
মে ৩১ ২০১৯, ০০:২৫
একুশে জার্নালঃ
দরিদ্র শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের আওতাধীন তেজগাঁও থানা। আজ ৩০ মে, ২৪ রমজান ( বৃহস্পতিবার) মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষা ভবনে গরীব মেধাবী ছাত্রদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
থানার সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল হাসান-এর সভাপতিত্বে এবং ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মাদ জুলহাস খানের সঞ্চালনায় গরীব ও অসহায় মেধাবী ছাত্রদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের শুরা সদস্য মুহাম্মাদ ইসহাক খান।
তিনি সারাদেশে শিশু শ্রমিকদের বিষয়টি উল্লেখ করে বলেন, যারা হতে পারতো এদেশের আগামীর ভবিষ্যত তারাই আজ ফুটপাতে, মিল-কলকারখানায় মানবেতর জীবন যাপন করছে। এদের শিক্ষার দায়ভার সরকারের দায়িত্বে বর্তায়। কিন্তু আফসোসের বিষয় আজ আমরা এই ব্যাপারে তাদের উদাসিনতা ও অবমূল্যায়ন ছাড়া কিছুই দেখছি না।
তিনি আরো বলেন, উন্নয়ন, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম-ই একমাত্র সমাধান। এবং এই বিশ্বাসকে ধারণ করে ইশা ছাত্র আন্দোলন সর্বশ্রেণীর ছাত্রদের নিয়ে আদর্শিক সমাজ ও রাষ্ট্র বিনির্মানে কাজ করে যাচ্ছে। তাই তিনি সকল ছাত্রদেরকে ইশা ছাত্র আন্দোলনে শরীক হয়ে দ্বীন কায়েমের সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানান। এবং পাশের দরিদ্র ছেলেটিকেও ঈদ আনন্দে শরীক করে নেওয়ার উদাত্ত আহ্বান জানান।
সবশেষে প্রধান অতিথি গরীব ছাত্রদের মাঝে ইফতার এবং ঈদ সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন তেজগাঁও থানার কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক মুহাঃ ইয়াছিন আরাফাত। স্কুল বিষয়ক সম্পাদক মুহাঃ আব্দুল মুহিত সরদার। ইশা ছাত্র আন্দোলন শিল্পাঞ্চল থানার অর্থ সম্পাদক মুহাম্মাদ মোর্শেদ।