আন নাজির ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি শিক্ষা উপকরণ বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ১৭ ২০১৯, ১৯:৩১

আজ ১৭ জানুয়ারী ২০১৯ বৃহস্পতিবার ওয়েলফেয়ার সংস্থা আন নাজির ফাউন্ডেশনের উদ্যোগে খাদিমনগর “প্রফুল্ল পাত্র প্রাথমিক বিদ্যালয়ে “গরীব,অসহায়দের মাঝে ফ্রি শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করা হয়।সামাজিক সংগঠণ রুরাল টু আরবানের সার্বিক সহযোগিতায় আন নাজির ফাউন্ডেশনে কো-অর্ডিনেটর ও রুরাল টু আরবানের প্রেসিডেন্ট মো আবু সাঈদের সভাপতিত্বে ও রুরাল টু আরবানের জেনারেল সেক্রেটারী হাফিজুর রহমান রাহাদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান জনাব আশফাক আহমেদ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদিম পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমেদ,উক্ত স্কুলের প্রধান শিক্ষিকা শিপা বেগম,স্কুল কমিটির সদস্য ধরনী পাত্র ও রুরাল টু আরবানের ফাউন্ডার সোহেল রানা
এতে অসহায় শিক্ষার্থীর মাঝে ফ্রি শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
“প্রধান অতিথির বক্তব্যে আশফাক আহমেদ বলেন- সমাজ ও জাতীর উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নাই।শিক্ষাই জাতির মেরুদন্ড। আগামী দিনে দেশ ও জাতীর নেতৃত্বদানে উপস্থিত ছেলে মেয়েদের তিনি উৎসাহ প্রধান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুরাল টু আরবানের ফাইনান্স সেক্রেটারী সৈয়দ জাফরুল হোসেন, এক্সিকিউটিভ মেম্বার আমিনা বেগম, রহিমা বেগম, জাকিয়া সুলতানা, তামান্না আক্তার, রায়হান জালালী, উসমান ফাইয়াজ পলাশ, ও আফজাল নাদির প্রমুখ
অনুষ্ঠানকে সার্বিক ভাবে সফল ও সার্থক করায় অান নাজির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদি সংশ্লিষ্ট সবাইকে মুবারকবাদ জানান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।