আন্দোলন বাংলাদেশ ভূজপুর উত্তর থানা শাখার কার্যালয় উদ্বোধন
একুশে জার্নাল ডটকম
আগস্ট ০৬ ২০১৯, ০০:২৪
ফটিকছড়ি প্রতিনিধি; গতকাল (৫ই অাগষ্ট), মঙ্গলবার, সন্ধ্যা ৭টায় আইএবি ভূজপুর থানা সভাপতি মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি হাফেজ নাসির উদ্দিনের সঞ্চালনায় ভূজপুরস্থ হেয়াকো বাজারের শাখার নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী অান্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা অাতিকুল্লাহ বাবুনগরী।
প্রধান অতিথি তার বক্তব্যে ভারতীয় সংবিধান হতে ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তি ঘোষণার মধ্য দিয়ে ভারত সরকার কাশ্মীরের মুসলিম নিধনের নতুন পরিকল্পনা করছে মর্মে কড়া সমালোচনা করেন। সাথে সাথে অাগামীকাল ৬ ই অাগষ্ট, বিকাল ৩ টা পীর সাহেব চরমোনাই অাহুত বায়তুল মোকাররম দক্ষিণ গেট হতে বিক্ষোভ মিছিল সফল করার অাহ্বান জানান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী অান্দোলন বাংলাদেশ অারব অামিরাত এর সাবেক দায়িত্বশীল ও ফটিকছড়ি উপজেলা উপদেষ্টা সাবেক ছাত্রনেতা মাওলানা অা. ক. ম. ওসমানী, সাবেক ছাত্রনেতা মাষ্টার মিজানুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা প্রশিক্ষণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাওলানা মোবারক হোসাইন, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মামুনুল হক ছিদ্দিকী।
এতে অন্যান্যের মাঝে অারও উপস্থিত ছিলেন ইসলামী অান্দোলন বাংলাদেশ ভূজপুর উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি মুস্তাকিম বিল্লাহ মাদানী, সহ-সভাপতি মাওলানা সোলাইমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম নূরী, প্রশিক্ষণ সম্পাদক মুফতি অাব্দুল অাজিজ, অর্থ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, দফতর সম্পাদক মাওলানা নূর হোসাইন, প্রচার সম্পাদক মুহাম্মদ ফজলুল হক, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুহাম্মদ নুরুল অালম, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মুহাম্মদ অানোয়ার, ছাত্রনেতা মুহাম্মদ মাসুদ ও মুহাম্মদ মাইন উদ্দিন প্রমূখ।



