আন্দোলন ছাড়া আর কোন উপায় নেই -মওদুদ
একুশে জার্নাল
মে ৩১ ২০১৯, ২১:৩১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের সদিচ্ছায় খালেদা জিয়ার মুক্তি না হলে আন্দোলন করা ছাড়া বিএনপির আর কোনো উপায় নেই ।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিরপুর কাজীপাড়ায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন মওদুদ।
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে। কারণ সরকারের রাজনৈতিক প্রভাবের কারণেই বিএনপি চেয়ারপার্সনের জামিন হচ্ছে না। সুতরাং সরকারের কাছে আমাদের দাবি খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। যদি তাঁকে মুক্তি দেয়া না হয় তাহলে আন্দোলন ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প উপায় থাকবে না।’