খেলাফত মজলিস জেদ্দা মহানগরী’র মাতৃভাষা দিবস, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ২২ ২০২০, ১৬:১৩
একুশে জার্নাল জেদ্দা: ২১ ফেব্রুয়ারী ২০২০ শুক্রবার রাত ১০টায় জেদ্দাস্হ হাইয়াস সাফা ১২এ হযরত মাওলানা হাবিবুর রহমান রাজাগঞ্জী সাহেবের হলরুমে খেলাফত মজলিস জেদ্দা মহানগরী শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা জেদ্দা মহানগর সভাপতি মাওলানা আবদুল মুকিত রুপাপুরী ও সেক্রেটারী মাওলানা উবায়দুর রহমানের পরিচলনায় অনুষ্ঠিত হয়।
হাফিজ কবির আহমদ,আহমদ বিন সামছুজ্জামান,আবদুল ইলা বিন হাবিবে’র তেলাওয়াতে কোরআনের মাধ্যমে অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হক।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, বিশিষ্ট কবি ও কলামিস্ট মাওলানা কামাল উদ্দিন বি-বাড়ীয়া। ইসলামি সংগীত পরিবেশন করেন,হাফিজ শায়খ এনামুল হক, হাফিজ আজহার ইবনে কামাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইটালি খেলাফত মজলিসের সভাপতি জনাব মনিরুল ইসলাম জমাদ্দার।
স্বাগত বক্তব্য রাখেন, জেদ্দা মহানগরী শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাহ্হার রহমতপুরী।
সভায় অরো বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা কাজী কামরুল হাসান হবিগঞ্জী,মজলিসে ইলমী জেদ্দা’র পরিচালক মাওলানা হাবিবুর রহমান রাজাগঞ্জী,মক্কা মহানগর সহ-সভাপতি জনাব আলহাজ্ব ফারুক আহমদ, জেদ্দা মহানগর সহ-সভাপতি জনাব হাফিজ বদরুল ইসলাম, জেদ্দা মহানগর সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হক জকিগন্জী, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মিছবাহ উদ্দীন, ডাঃ মহীউদ্দীন তাপাদার
সহ-সেক্রেটারী জেদ্দা মহানগর, জনাব হাফিজ সামছুজ্জামান বিন গণী প্রশিক্ষণ সম্পাদক জেদ্দা মহানগর।
সভায় বিশিষ্ট উলামায়ে কেরাম ও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: মাওলানা লুৎফুর রহমান, মাওলানা জামাল, আহমদ শাহ আলম, মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা আশরাফ আহমদ, জনাব হাফিজ আবদুল হান্নান, মাওলানা এমদাদুর রহমান, জনাব হাফিজ ফখরুল ইসলাম, জনাব সেলিম আহমদ,জনাব আবদুল্লাহ, জনাব শহীদুল ইসলাম,জনাব মিজানুর রহমান,জনাব রুমান আহমদ, প্রমুখ।
পরিশেষে ভাষা সৈনিকসহ দেশের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা ও দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।