আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে চীন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০২ ২০২০, ১৯:০১

পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে চীন। আগামীকাল(বৃহস্পতিবার) রাজধানী বেইজিং থেকে শুরু হবে ফ্লাইট চলাচল। চীনের সঙ্গে কম্বোডিয়া, গ্রিস, ডেনমার্ক, থাইল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা এবং সুইডেনের সঙ্গে ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে।

ফ্লাইট চলাচলের বিষয়ে বেইজিং ইনফরমেশন অফিসের পরিচালক জু হেজিয়ান বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ধাপে ধাপে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হবে।

সবদেশের যাত্রীরা ফ্লাইটে চলাচল করতে পারবেনা না। শুধুমাত্র তালিকাভূক্ত দেশগুলোর যাত্রীরা এবং বিভিন্ন দেশে থাকা চীনের বাসিন্দারা এসব ফ্লাইটে যাওয়া-আসা করতে পারবেন। তবে এক্ষেত্রে তাদের অবশ্যই করোনার নেগেটিভ ফলাফল প্রদর্শন করতে হবে।