আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার উপদেষ্টা হলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী
একুশে জার্নাল
সেপ্টেম্বর ১৬ ২০১৯, ১৩:০৪

হকের মশালবাহী আপসহীন ব্যক্তিত্ব হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহকারী মুহতামিম, শাইখুল হাদীস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহকে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সংস্থার অফিসিয়াল পেইজ থেকে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের নীতি নির্ধারক কমিটি ও কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ৩১ আগস্ট অনুষ্ঠিত মিটিং এ হাফেজ জুনায়েদ বাবুনগরীকে উপদেষ্টা হিসেবে মনোনীত করেন।
গতকাল ১৪ সেপ্টেম্বর হাটহাজারী মাদরাসায় আল্লামা বাবুনগরীর সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর আল্লামা বাবুনগরী উপদেষ্টা সম্মতি পত্র স্বাক্ষর করেন।
আলোচনায় তিনি বলেন
وإذا تليت عليهم آياته زادتهم إيماناً
যখন ঈমানদারদের সামনে তিলাওয়াত করা হয় তখন ঈমান বেড়ে যায়, (মজবুত হয়) আমাদের সমাজে কোরআনের খিদমত আরো ব্যাপক হওয়া দরকার,
এখলাসের সাথে হওয়া দরকার।
তিনি বলেন এখন তো অনেক যায়গায় দেখা যায়, আন্তর্জাতিক কোরআন মাহফিলের নামে “শিয়া” ও ভ্রান্ত কুফুরি মতবাদের লোকজনকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হচ্ছে। এতে করে মহাগ্রন্থ আল কোরআনের সম্মান ক্ষুন্ন হচ্ছে। কোরআন পবিত্র। যেখানে সেখানে যার তার মাধ্যমে এর খিদমত সম্ভব নয়। খুবই সতর্কতার সাথে কাজ করার নছিহত করেন আল্লামা বাবুনগরী। তিনি আরো বলেন কোরআনের আওয়াজ বুলন্দ করতে আমাদের কাজ করতে হবে।
সমালোচনার ঊর্ধে উঠে আমাদের কাজ করা জরুরি এর মধ্যেই আল্লাহ্ বরকত রেখেছেন।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, সংগঠনিক সম্পাদক শায়েখ ক্বারী মাহমুদ হাসান, মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা ইনামুল হাসান ফারুকী।
পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাওলানা জামাল মাসরুর প্রমুখ।
আলোচনার শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানী।