খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ০২ ২০২০, ১৮:১৫
খেলাফত মজলিসের নির্বাহী সভায় মাওলানা শওকত আলীর সুস্থতা কামনা ও মাওলানা আনওয়ার শাহ কিশোরগঞ্জীর স্মরণে দোয়া অনুষ্ঠিত
ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠা কালীন প্রতিনিধি পরিষদ সদস্য ও খেলাফত মজলিস ইউকে শাখার সহসভাপতি মাওলানা শওকত আলী (হাঃ আঃ) এর সুস্থতা কামনায় ও সদ্য প্রায়ত হযরত আযহার আলী আনওয়ার শাহ (রহঃ) এর স্মরণে খেলাফত মজলিস ইউকে শাখার নির্বাহী সভায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
গত ১লা ফেব্রুয়ারী ২০২০ ইস্ট লন্ডনস্থ বায়তুল মামুর সেন্টারে আনুষ্ঠিত নির্বাহী সভায় সভাপতিত্ব করেন, শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমান এবং সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় এতে দারসে ক্বোরআন পেশ করেন শাখার সহসভাপতি হাফিজ আব্দুল কাদির।
এতে উপস্তিত ছিলেন, সর্বজনাব সহসভাপতি মাওলানা মুফতি তাজুল ইসলাম, ক্বারী আব্দুল মুকিত আযাদ, সহ সেক্রেটারী মাওলানা এনামুল হাসান সাবির, আ ফ ম শুয়াইব, মুহাম্মদ আব্দুল করিম উবায়েদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম খান, তথ্য ও গবেষনা সম্পাদক শেখ মুশতাক আহমদ, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আতাউর রাহমান জাকির, লন্ডন মহানগরীর সভাপতি মাওলানা এনামুল হক, কেম্ভ্রিজ শাখার সভাপতি মাওলানা নোমান উদ্দীন প্রমুখ।