আনোয়ারায় স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনকে জরিমানা
একুশে জার্নাল
জুন ০৩ ২০২০, ২১:৫৩
মাহফুজুর রহমান, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: আজ ৩ তারিখ বুধবার আনোয়ারা উপজেলা ভূমি সহকারী অফিসার তানভীর চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনকে জরিমানা করেন অফিস ভূমি সহকারী তানভীর চৌধুরী।
তানভীর চৌধুরী একুশে জার্নালকে বলেন, গণপরিবহন অতিরিক্ত কোন যাত্রী বহন করাচ্ছে কিনা এবং তার পাশাপাশি মানুষজন মুখে মাস্ক ব্যবহার করছে কিনা তা যাচাই করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, এসময় মাস্ক না পড়ায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনকে ৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।