আনোয়ারায় সেনাবাহিনীর টহল; জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৬ ২০২০, ১৯:৩৮

মাহফুজুর রহমান – আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি;

৬ জুন শনিবার আনোয়ারা উপজেলায় টহল দেয় সেনাবাহিনীর এক টিম। ১৬ জনের একটি টিম আজ দুপুর থেকে বিকাল অব্দি আনোয়ারার বিভিন্ন অঞ্চলে টহল দেয়।

এসময় সাধারণ জনগণকে অতি প্রয়োজন ছাড়া ঘর হতে বের না হওয়ার আদেশ দেন। তার পাশাপাশি প্রত্যেকের মুখে মাস্ক বাধ্যতামূলক বলে জানান তাঁরা। গাড়ি নিয়ে টহল দেওয়ার সময় রাস্তাঘাটে ঘুরাফেরা করা মানুষদের ঘরে যেতে বলেন উক্ত সেনাবাহিনী টিম।

সেনাবাহিনীর এক সদস্য থেকে জানতে চাইলে তিনি জানান, আনোয়ারা উপজেলা দিনদিন ভয়ংকর রূপ নিচ্ছে। যার কারণে মানুষদের সচেতন করতেই আমাদের এই টহল। তিনি আরো বলেন, আনোয়ারায় গতকালের রিপোর্ট অনুযায়ী নতুন আক্রান্ত ১৬ জন। তিনি আরো বলেন, আনোয়ারায় ইতিমধ্যে করোনা আক্রান্ত ৩০ ছাড়িয়েছে। যার কারণে অনান্য উপজেলাগুলোর মতো আনোয়ারাতেও প্রশাসনের টহল চলছে এবং সামনেও চলবে।