আনোয়ারায় মুফতি জিহাদীর মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২৩ ২০২০, ১২:২৩

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ই সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে আনোয়ারা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি হাফেজ আব্দুর রহিমের সভাপতিত্বে আনোয়ারা শাখা ছাত্রসেনার সাধারণ সম্পাদক আ ন ম নাছিরের সঞ্চালনায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা শাখা এবং যুবসেনা,ছাত্রসেনার যৌথ উদ্যোগে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন অতি বিলম্বে মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তি দিতে হবে।না হয় লাগাতার আন্দোলন বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মুফতি কাজী শাকের আহম্মেদ চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,বাংলাদেশ ইসলামী যুবসেনার মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা মনির আহম্মেদ আনোয়ারী,মাওলানা আহমদ নুর আল কাদেরী , মাওলা মুজিবুর রহমন চিশতি,মাওলানা নাজিম উদ্দীন , মাওলানা আজিজ,চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ছাত্রসেনার সহ-সভাপতি মোহাম্মদ জাহেদুল হক,আনোয়ারা উপজেলা পূর্ব পরিষদ ইসলামী ছাত্রসেনার সভাপতি শায়ের আলী জিন্নাহ সাধারণ সম্পাদক অনম নাসির,মনির, প্রমুখ। এইসময় মুফতি আলাউদ্দিন জিহাদীর বিভিন্ন ভক্ত ও আনোয়ারা উপজেলা শাখা ইসলামী ফ্রন্ট,যুবসেনা,ছাত্রসেনার নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, গত রোববার (২২ই সেপ্টেম্বর)হেফাজত ইসলামের আমীর আল্লামা আহমদ শফির বিরুদ্ধে ফেসবুক টাইমলাইনে খারাপ মন্তব্য করায় মুফতি আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করা হয়।