আনোয়ারায় প্রতিদিন জোয়ারের হানা; গৃহবন্দী হাজারো মানুষ
একুশে জার্নাল ডটকম
জুন ০৫ ২০২০, ২৩:২৯

মাহফুজুর রহমান – আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
সাগরের জোয়ারের পানিতে প্রতিদিন প্লাবিত হচ্ছে আনোয়ারা উপজেলার চাতুরী ইউনিয়নের মহতরপাড়া গ্রাম। রাস্তাঘাটে পানি টইটম্বুর থাকায় ঘর থেকে বের হতে পারছে না ৩৬ টি ঘরের মানুষ। তার পাশাপাশি সাগরের লোনা পানির কারণে ফসল ও মাছের ঘের এর ক্ষয়ক্ষতি বাড়ছে দিনদিন।
আজ শুক্রবার বিকালে সরেজমিনে দেখা যায়, মহতরপাড়া এলাকায় ঘরবাড়ি, রাস্তাঘাটসহ চারিপাশ পানিতে টইটম্বুর। এতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিবন্দি এসব মানুষগুলোর দুর্ভোগের শেষ নেই। সকল স্থানীয়দের মধ্যে বিরাজ করছে একপ্রকার হতাশা।
মহতরপাড়ার স্থানীয় বাসিন্দা জমির বলেন, আমরা খুবই দুর্দশা অবস্থায় আছি। জোয়ারের পানি এক উঠলে তা নামার ব্যবস্থা না থাকায় বড় অসুবিধা হচ্ছে আমাদের। তিনি আরো বলেন, প্রশাসন যদি কালভার্টটা ঠিক করে দেয়, তাহলে এলাকার মানুষ পানিবন্দি থেকে মুক্তি পেত।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান আজাদের কাছ থেকে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, পানি আসলে তা আবার যাওয়ার জন্য একটি কালভার্ট ছিল। কিন্তু স্লুইস গেইটের কাজ চলাকালীন সময়ে কালভার্টটি ভেঙে যায়। তিনি আরো বলেন, পানি উন্নয়ন বোর্ড কালভার্টটি ঠিক করে দিবে বললেও এখনো পর্যন্ত ঠিক করে দেয়নি। যার কারণে পানি প্রবেশ করলে তা আর বের হতে পারে না। এই জোয়ার পানির কারণে হাজারখানেক মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর পাশাপাশি জোয়ারের পানির কারণে ফসলের বেশ ক্ষতি হয় বলে জানান তিনি।