আনোয়ারায় নতুন করোনা আক্রান্ত ১৬ জন, মোট ৪৪
একুশে জার্নাল
জুন ০৬ ২০২০, ২১:৩৮
মাহফুজুর রহমান, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় নতুন করে ১৬ জন করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিভিল সার্জন কর্মকর্তা। গতকালের রিপোর্ট অনুযায়ী আনোয়ারায় নতুন করে ১৬ জন করোনা আক্রান্ত ধরা পড়ে।
গতকাল রিপোর্টের আগ পর্যন্ত আনোয়ারা উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ২৮ জন। ফের ১৬ জন শনাক্তের মাধ্যমে আনোয়ারায় করোনা শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৪৪ জন।
আনোয়ারায় দিনদিন করোনা শনাক্তের সংখ্যা বাড়ায় গতকাল লাবিবা নামক একটি কনভেনশন হলকে ইতিমধ্যে আইসোলেশন সেন্টার হিসেবে মনোনীত করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের আহমেদ বলেন, আনোয়ারায় ভয়ংকর রূপ ধারণ করার আগে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি ইতিমধ্যে। আমাদের কাজ সবসময়ই চলছে। তিনি আরো বলেন, আনোয়ারাকে যথাসম্ভব বিপদের হাত থেকে বাঁচাতে চেষ্টা করে যাচ্ছি আমরা এবং আগামীতেও করে যাবো।