আনোয়ারায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বেড়িবাঁধে ফাটল; প্রশাসনের ব্যাপক পদক্ষেপ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২০ ২০২০, ২২:৫৮

আনোয়ারা, কর্ণফুলী চট্টগ্রাম;

চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে জোয়ারের পানিতে ঝুঁকিপূর্ণ এলাকা রায়পুর ইউনিয়নের বেডিবাঁধ ভেঙে বার আউলিয়ার গ্রামে পানি ডুকে প্লাবিত হয়ে পড়ে।

এরই ফলে ওই এলাকার মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়।এরই কারণে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় উক্ত এলাকায় ৫০হাজার মানুষ নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এরই মধ্যে ২০ মে বুধবার দুপুর থেকে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)শেখ জুবায়ের আহমদ আনোয়ারার ঝুকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শন সহ মাইকিং করে ওই এলাকার মানুষদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

তিনি বলেন আনোয়ারা উপজেলা ৫৮টি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং বিভিন্ন স্কুল কলেজ ও আছেই আমরা ঝুঁকিপূণ দেখা মাত্রই তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব যদি যেতে না চায় তাহলে আইনি ব্যবস্হা প্রয়োগ করে হলেও তাদের নিরাপদ স্হানে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবে সেই সাথে মহামারী করোনা ভাইরাসের কথা মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যা যা করতে হয় তা করব।সেই সাথে তিনি আনোয়ারার জনসাধারণকে মহামারী করোনা ভাইরাস এবং ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সচেতন হওয়ার অনুরোধ জানান।

পরে ঘূর্ণিঝড় আম্পানের উদ্দেশ্যে বিভিন্ন এলাকা ঘুরে উপজেলার রায়পুর ইউনিয়নের জোয়ারের পানিতে বেড়িবাঁধের বিভিন্ন অংশ ফাটল দেখা দিয়েছে।একই ইউনিয়নের বার আউলিয়া গ্রামের বেড়িবাঁধের পানি প্রবেশ করেছে উপকূলে।তাছাড়া একই ইউনিয়নের বিভিন্ন জায়গায় বেড়িবাঁধের যে সব অংশে পাথর নেই ওই সব অংশে ভাঙ্গন দেখা গেছে।