আনোয়ারায় আবারও কোয়ান্টাইন অমান্য করায় ৫০০০ হাজার টাকা অর্থদণ্ড
একুশে জার্নাল
মার্চ ২০ ২০২০, ০০:৫৭
নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক পুরো বিশ্ব। সেখানে নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হলেও সেটা অমান্য করায় আনোয়ারায় আবারও ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ ১৯শে মার্চ চট্টগ্রাম আনোয়ারা উপজেলার পূর্ব সিংহরা গ্রামের রতন দত্তের ছেলে টিপলু দত্তকে ৫০০০ টাকা জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন আমরা খবর পেয়ে পূর্ব সিংহরা গ্রামে পৌছালে টিপলু দত্ত কোয়ারেন্টাইন অমান্য করায় তাকে ৫০০০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত কাল ১৮ই মার্চ কোয়ান্টাইন অমান্য করায় আনোয়ারা উপজেলা বরুমচড়া গ্রামের মোহাম্মদ ইদ্রিস কে দশ হাজার টাকা জরিমানা করেন।