আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লিজ ট্রাস
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৬ ২০২২, ১৯:১৮
আনুষ্ঠানিকভাবে রানী দ্বিতীয় এলিজাবেথের হাতে ব্রিটেনের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতা লিজ ট্রাস। ভঙ্গুর অর্থনীতি ও জ্বালানি অস্থিরতার মাঝেই দেশটির দায়িত্বভার পেলেন তিনি।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বালমোরালে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাত করেন ট্রাস। পরে রানী তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে বালমোরাল ক্যাসেলে নির্ধারিত অফিস বরাদ্দ দেন।
এ দিন আনুষ্ঠানিক এই দায়িত্বগ্রহণের ঠিক আগ মুহূর্তেই রানীর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন।
এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) লন্ডনে দলীয় সদস্যদের ভোটে নির্বাচিত হন লিজ ট্রাস। পার্টির প্রভাবশালী এক হাজার ৯২২ সদস্যের কমিটিতে ৮১ হাজার ৩২৬টি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। আর ৬০ হাজার ৩৯৯টি ভোট পেয়ে ট্রাসের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সানাক।
৪৭ বছর বয়সী লিজ ট্রাসের পুরো নাম মেরি এলিজাবেথ ট্রাস। তিনি শুধু বরিস জনসনের মন্ত্রিসভায় নয়, দায়িত্ব পালন করেছেন থেরেসা মে ও ডেভিড ক্যামেরনের সরকারেও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করে ১৯৯৬ সালে যোগ দেন কনজারভেটিভ পার্টিতে। ২০১০ সালের নির্বাচনে সাউথ ওয়েস্ট নর্থ ফোক থেকে নির্বাচিত হয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন তিনি। তার স্বামী হিউগ ও’লিয়ারির একজন অ্যাকাউন্ট্যান্ট। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে।
২০১৯ সালে নির্বাচনে কনজারভেটিভ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর মাত্র আড়াই বছরের মাথায় প্রধানমন্ত্রী বরিস জনসন ক্ষমতা ছাড়ার ঘোষণা দেন। করোনাকালে নিয়ম বহির্ভূতভাবে পার্টির আয়োজন ছাড়াও নানা কেলেঙ্কারিতে সমালোচিত হয়ে আসছিলেন তিনি। সবশেষ মঙ্গলবার ব্রিটেনবাসীকে সমৃদ্ধ অর্থনীতি উপহার দেওয়ার প্রতিশ্রুতিতে ক্ষমতায় আসা জনসন যুগের অবসান ঘটল।
তথ্যসূত্র: এপি, রয়টার্স।