আনসাং ওমেন সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের বীরাঙ্গনা টেপরি রানী
একুশে জার্নাল ডটকম
মার্চ ০৮ ২০২০, ১৬:৩৩
শহিদুল্লাহ্, ঠাকুরগাঁও প্রতিনিধি
মাত্র ১৪ বছর বয়সে বিয়ে হয়ে যায় ঠাকুরগাঁওয়ের টেপরি রানীর। তারপর মুক্তিযুদ্ধ শুরু হলে সে পাকিস্থানি হানাদার বাহিনীর বন্ধি হয়। তারপর ৬ মাস আটকে রেখে নির্যাতন করে। অতপর মুক্তিযুদ্ধ শেষ হলে জীবিত ফিরে এলে তার স্বামী ঘরে তুলতে অস্বীকৃতি জানান।
পরে মা-বাব অন্য কোথাও বিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু তা আর পারেননি। কারণ বুঝতে পারেন তার গর্ভে রয়েছে এক শিশু। তারপর শুরু হয় নতুন যুদ্ধ। সেই সন্তানকে নিয়ে একাই থাকার পরিকল্পনা করেন। এভাবেই চলে যায় জীবনের অনেকগুলো বছর। অবশেষে দীর্ঘদিন পর ২০১৭সালে টেপরি রানীকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় বাংলাদেশ।
শুক্রবার দ্য ডেইলি স্টার ও আইপিডিসি ফিনান্সের যৌথ উদ্যোগে আয়োজিত ‘আনসাং ওমেন: নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস ২০২০’ পুরষ্কার প্রদান অনুষ্ঠানে টেপরি রানী যখন তার জীবনযুদ্ধের কথা বলছিলেন অডিটোরিয়ামের সবার চোখেই তখন পানি।
টেপরি রানী বলেন,‘ অনেক ব্যথা সহ্য করেছি, অনেক দুঃখ পেয়েছি। আমার মতো কষ্টের মধ্য দিয়ে আর কাউকে যেতে হয়নি।’ বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
পুরস্কার বিজয়ীরা হলেন বীরাঙ্গনা টেপরি রানী, বিভা রানী, লাইলী বেগম, কামরুন নাহার মুন্নী, সোনু রানী দাস, কোহিনূর বেগম, মমতাজ মহল বেবি, জয়া চাকমা ও মারজিয়া রাব্বানী শশী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি প্রত্যেককে দুই লাখ টাকার চেক ও ক্রেস্ট পুরস্কার বিজয়ী নারীদের হাতে প্রদান করেন।