আনওয়ারুল হক চৌধুরী (র.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ০১ ২০২০, ১৮:৫৭

বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার গহরপুরের ঐতিহ্যবাহী হযরত শাহ সুলতান (রহ.) মাদরাসার প্রতিষ্ঠাতা, মুহীউস সুন্নাহ শায়খ আনওয়ারুল হক চৌধুরী (র.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও বিগত শিক্ষাবর্ষের বোখারী শরীফের খতম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টা থেকে হযরত শাহ সুলতান রহ.মাদরাসার উদ্যোগে মাদরাসা মসজিদে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে আলোচনা ও বুখারী শরীফের দারস প্রদান এবং দোয়া পরিচালনা করেন শায়খুল আল্লামা মুখলিছুর রহমান কিয়ামপুরী।

সভায় সভাপতিত্ব করেন হযরত শাহ সুলতান রহ মাদরাসার মুহতামিম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী, অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদরাসার নায়েবে মুহতামিম ও শিক্ষা সচিব মাওলানা নুমানুল হক চৌধুরী।

সভায় আলোচনা পেশ করেন, শায়খুল হাদীস আব্দুশ শহীদ, চাম্পারকান্দি, মাওলানা আতাউল হক, জালালাবাদী, মাওলানা শাহ নজরুল ইসলাম, পরিচালক ইসলামি ফাউন্ডেশন হবিগঞ্জ, মাওলানা নজরুল ইসলাম, মুহাদ্দিস হযরত শাহ সুলতান রহ মাদরাসা , আরবি ও ইংরেজি সাহিত্যিক মাওলানা মাহবুব সিরাজী, আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা আব্দুল হাই বাহুবলী, রায়পুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আজিজুর রহমান, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা আব্দুস সবুর প্রমুখ।