আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘুর জায়গায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ
একুশে জার্নাল
জুলাই ২৩ ২০২০, ১৬:৪৭

কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার, কক্সবাজার: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উখিয়ার রুমখা বাজারে সংখ্যালঘু পরিবারের জায়গায় জোরপূর্বক ভাবে বহুতল ভবন নির্মাণ করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে মিলন রায় চৌধুরী গত ১৭ জুলাই উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার মর্জুর নির্দেশে গত মঙ্গলবার (২১ জুলাই ) সাব ইন্সপেক্টর প্রভাত বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। এ সময় প্রতিপক্ষ বিবাদী গংকে কাজ না করার জন্য মৌখিকভাবে অনুরোধ করেন।
ভুক্তভোগী মিলন রায় চৌধুরী অভিযোগ করে বলেন, আদালতের নিষেধাজ্ঞা ও থানা পুলিশের মৌখিক নির্দেশ অমান্য করে ক্ষমতার প্রভাব দেখিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে জোরপূর্বক ভাবে বহুতল ভবনের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। বাধা দেওয়ার চেষ্টা করলে সংখ্যালঘু পরিবার হওয়ায় উল্টো আমাদেরকে নানা হুমকি-ধমকি সহ মিথ্যা মামলা জড়িয়ে দেওয়ার হুংকার দিচ্ছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় বসবাস করতে হচ্ছে ।
আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে,
উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা বাজারপাড়া গ্রামের মৃত তেজেন্দ্র বিজয় রায় চৌধুরীর ছেলে মিলন রায় চৌধুরী পৈত্রিক সম্পত্তির ওয়ারিশ হিসাবে বিগত ২০১৬ সালে কক্সবাজার বিজ্ঞ যুগ্ম জজ আদালতে বাদী হয়ে হক সফি মিস মামলা দায়ের করেন। একই সাথে নিষেধাজ্ঞার আবেদন করেন এতে বিবাদী করা হয় রুমখা মাতবর পাড়া গ্রামের নুর আলমের পুত্র জাহাঙ্গীর আলম ও মামুনুর রশিদকে। যার মামলা নম্বর মিচ ২৬/২০১৬। বিজ্ঞ আদালত গত ২৯/৯/ ২০১৬ সালের এক আাদেশে বিরোধীয় জাগায় নিষেধাজ্ঞা আরোপ জারি করেন। যার স্মারক নম্বর ১৯৬/১৬।
বিবাদী মিলন রায় চৌধুরী অভিযোগ করে বলেন বৈশ্বিক মহামারী করোনার কারনে তিনি চট্টগ্রামস্থ বাড়িতে চলে যান। এলাকায় লকডাউন ও রেড জোন ঘোষণা চলাকালীন সময় বিবাদী গং ক্ষমতার প্রভাব দেখিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জায়গার ওপর বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু করে। তিনি আর অভিযোগ করে বলেন উপজেলা ভাইস চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহার এবং স্থানীয় প্রতাপশালী বিধায় আমরা অসহায় হয়ে পড়েছি।
এ ব্যাপারে সংখ্যালঘু পরিবারের সদস্যরা উর্ধ্বতন সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।