আদালতগুলোতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে চলবে বিচার কার্যক্রম

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৮ ২০২০, ১৯:৩২

বিশেষ প্রতিনিধি, নীহার বকুল;

এখন থেকে সারাদেশে আদালতগুলোতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিচারকার্য পরিচালনা করতে পারবে। সোমবার (০৮ জুন) এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এদিন সকালে জাতীয় সংসদ ভবনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এটি অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

এছাড়া, জোনভিত্তিক লকডাউন করা নিয়ে কেবিনেটে কোন আলোচনা, বা নির্দেশনা দেয়া হয়নি বলে জানান তিনি। তবে এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের রোববার নির্দেশনা দিয়েছেন। এটি করলে জনগণ আরো সতর্ক হবেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।