আত্মকর্মসংস্থানে তরুণদের আগ্রহী করতে সারাদেশে কেমিক্যাল মুক্ত আম সাপ্লাই দিচ্ছেন কোটা আন্দোলনের ৫ছাত্র নেতা
একুশে জার্নাল
জুন ২১ ২০১৯, ১৫:৪২

‘আমাদের দেখ, তোমরাও শেখ’ এই স্লোগানকে সামনে রেখে আমের ব্যবসা শুরু করেছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পাঁচজন যুগ্ম আহ্বায়ক। তারা হলেন, মুহাম্মদ রাশেদ খান, এ পি এম সুহেল, লুৎফন্নাহার লুমা, আবুল বাশার ও আরিফ হোসেন।
তারা রাজশাহীর বাঘা উপজেলা থেকে আম সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ সারা দেশে পৌঁছে দিচ্ছেন।
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন করা এই ছাত্রনেতারা চাকরি না করে কেন আমের ব্যবসায় ঝুঁকলেন? অন্যতম উদ্যোক্তা মুহাম্মদ রাশেদ খান জানালেন, ব্যবসায় লাভের পাশাপাশি আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই কাজে নেমেছি। ছাত্রছাত্রী থাকা অবস্থায় বা চাকরির চেষ্টারত অবস্থায় কর্মব্যস্ত থাকার দৃষ্টান্ত তৈরির জন্য আমরা এটা করছি। আমাদের দেখে যেন শিক্ষার্থীরা বোঝে, অলস বসে না থাকে নিজেদের খরচ নিজেরা চালাতে পারে, এমন কিছু না কিছু যেন করতে থাকে।
ছাত্র অবস্থায় কেন এই আম সাপ্লাইয়ে উদ্যোক্তা হলেন এই বিষয়ে জানতে চাইলে কোটা আন্দোলনের আরেক নেতা এপিএম সুহেল বলেন, “বাংলাদেশে আজ প্রায় প্রত্যেকটা সেক্টরে ভেজাল ঢুকেছে৷ এই পর্যায়ে তরুণদের দায়িত্ববোধ থেকেই কেমিক্যাল মুক্ত আম মানুষের কাছে পৌছে দেওয়াটা অনেক সম্মানের৷ আর আমাদের দেশে তরুণেরা নিজ থেকে কিছু করতে চায় না। তাদেরকে আত্মকর্মসংস্থানে আমাদের এই কাজ অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি।”
কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে রাশেদ খান জানালেন, প্রথমবারের মতো বুধবার ২০ মণ আম দেশের বিভিন্ন জায়গায় পাঠালাম। আরো অর্ডার হাতে রয়েছে। প্রথম ধাপের বেশির ভাগ আমই ল্যাংড়া। তবে আম্রপালির অর্ডার বেশি বলে জানালেন রাশেদ। তাঁরা অর্ডার নিচ্ছেন ফেসবুকে আর আম ক্রেতাদের হাতে পৌঁছে দিচ্ছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।