আঞ্জুমানে হেফাজতে ইসলাম ওসমানীনগর শাখার জরুরি বৈঠক অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১৫ ২০২২, ১৮:২৫

আঞ্জুমানে হেফাজতে ইসলাম ওসমানিনগর শাখার জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারস্থ DTLV হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ওসমানিনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা হুসাইন আহমদ সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মাহমুদুল হাসান সেলিম সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে হয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা মু’তাসিম বিল্লাহ জালালী,হাফিয মাওলানা মুকাদ্দছ আলী।
সাংগঠনিক সম্পাদক মুফতি মিনহাজ উদ্দীন মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ফয়ছল আমীন, সহ-নাযিমে এশাআত মাওলানা শামছুল ইসলাম। নাযিমে বায়তুল মাল মাওলানা ইকবাল হুসেন দরাজ, সহ-নাযিমে বায়তুল মাল মাওলানা আফজল হুসাইন, ডা. মাওলানা হাবীবুর রহমান জাহান, নাযিমে নশর হাফিয মাওলানা সালেহ আহমদ, খেদমত খালক্ব হাফিয এবাদুর রহমান প্রমুখ।
বৈঠকে সংগঠনের অগ্রগতির নিমিত্তে নানাবিধ আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তবলী গৃহীত হয়।