আজ হাটহাজারীতে তরুণ লেখকদের সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠান
একুশে জার্নাল
মার্চ ২৮ ২০১৯, ০৪:২০

হাবীব আনওয়ার
ঐতিহ্যবাহী মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার সাহিত্যসঙ্ঘ “তাহরীর চত্বর “এর ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে তরুণ লেখকদের নিয়ে “সাহিত্য সন্ধ্যা ” অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আজ ২৮ মার্চ (বৃহস্পতিবার) হাটহাজারী নূর মসজিদের দক্ষিণ বিল্ডিং এ অবস্থিত ভাষা সাহিত্য , প্রমিত উচ্চারণ ও সাংবাদিকতার সমন্বয় প্রতিষ্ঠান ‘বাংলা বাড়ি মিলনায়তন ‘ সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
আলোচক হিসেবে বাংলা বাড়ির পরিচালক ও আলোকিত মিডিয়া’র সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, প্রবচন মিডিয়া সম্পাদক কাজী হামদুল্লাহ, ইসলাম টাইমস ২৪ এর রিপোর্টার ইব্রাহীম ফুয়াদ, ইনসাফ রিপোর্টার জুনাইদ আহমাদ, একুশে জার্নাল ২৪ এর রিপোর্টার হাবীব আনওয়ার, তরুণ উপন্যাসিক আব্দুল্লাহ আল মুনির, মেহেদী রিয়াদসহ নবীণ-প্রবীণ লেখকগণ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন, অনুষ্ঠানের সমন্বয়ক তরুণ লেখক ওয়ালী উল্লাহ নোমানী।