আজ সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে আইয়ুব বাচ্চুর ‘রূপালী গিটার’
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১৮ ২০১৯, ১৫:৫৮
কিংবদন্তি ব্যান্ড তারকা বরেণ্য শিল্পী আইয়ুব বাচ্চুর ফেলে যাওয়া সেই রুপালি গিটার আবারও ফিরে আসছে তার প্রিয় নগরী চট্টগ্রামে।
চট্টগ্রামের সন্তান আইয়ুব বাচ্চুকে স্মরণে রাখতে এ আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরশন (চসিক)।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আইয়ুব বাচ্চুর সেই গিটার।
‘রুপালি গিটারে’র বাহকের মৃত্যুবার্ষিকীর এক মাস আগে ভাস্কর্যটির উদ্বোধন করবেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গত বছরের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান দেশের কিংবদন্তি ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু। তার স্মরণে প্রবর্তক মোড়ের নাম করা হবে আইয়ুব বাচ্চু চত্বর।
কালো পর্দা সরিয়ে নেয়ায় মঙ্গলবার থেকেই ১৮ ফুট উচ্চতার রুপালি গিটারটিকে একঝলক দেখার জন্য ভিড় জমাতে শুরু করেন আইয়ুব বাচ্চুর ভক্তরা।
স্টিলের পাতে তৈরি ১৮ ফুট উঁচু গিটারটিতে রয়েছে ৬টি তার। চট্টগ্রামের গোলপাহাড় মোড় থেকে প্রবর্তকের দিকে যাওয়ার সময় গিটারটির সামনের অংশ চোখে পড়ে। শিল্পীর প্রতি এই সম্মান প্রদর্শন করায় ভক্তরা চসিককে ধন্যবাদ জানিয়েছেন।