আজ ভাদুঘর ক্বওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ০৯ ২০১৯, ০৬:৫১

ইকরামুল মারজান চৌধুরী
আজ শনিবার ভাদুঘর ক্বওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে ভাদুঘর ফাটাপুকুর পাড় ঈদগাহ ময়দানে।
উক্ত ইসলামী মহাসম্মেলনে জামিয়া সিরাজীয়া দারুল উলুম ভাদুঘরের শাইখুল হাদীস ও মহাপরিচালক আল্লামা মনিরুজ্জামান সিরাজী দা.বা. এর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস আল্লামা ইউসুফ তওলূভী দা. বা.।
এছাড়াও আল্লামা উবায়দুর রহমান খান নদভী ও মুফতি সাখাওয়াত হুসাইন রাজী দা. বা. সহ দেশবরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।