আজ নবীগঞ্জে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ড.দীপু মনি
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ২৩ ২০২০, ১৪:৪১
নিজস্ব প্রতিনিধি হবিগঞ্জ: একদিনের সংক্ষিপ্ত সফরে রোববার হবিগঞ্জ ও সিলেট আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সফরকালে তিনি সিলেটের ওসমানিনগর ও নবীগঞ্জের দিনারপুর কলেজে আয়োজিত দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মন্ত্রীর একান্ত সচিব ড. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়।
পত্রে জানানো হয়- শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি একদিনের সংক্ষিপ্ত সফরে হবিগঞ্জ ও সিলেট আসছেন। রোববার সকাল ৮টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩০৭ বিমানে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। ৯টা ১৫ মিনিটে হযরত শাহ্ জালাল (রহঃ) মাজার শরীফ ও ৯টা ৪৫ মিনিটে হযরত শাহ্ পরান (রাহঃ) মাজার শরীফ জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন।
বেলা সাড়ে ১১টার দিকে ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ে ‘প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশ ট্রাস্টের ২০২০’ বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সেখান থেকে বিকেল ৩টায় নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজ এমপিওভুক্তি করায় সম্মাননা গ্রহণ করবেন এবং নতুন ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।
সবশেষ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।