আজ চট্টগ্রামে আল মাহমুদ যাপন, কবিতা ও বিশ্বাস শীর্ষক সেমিনার
একুশে জার্নাল
মার্চ ১৪ ২০১৯, ০৬:১৫
হাবীব আনওয়ার
কবি আল মাহমুদ যাপন, কবিতা ও বিশ্বাস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে আজ।
জাগৃতি লেখক ফোরাম ও আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনে যৌথ উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব সংলগ্ন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আজ ১৪ ই মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় এই সেমানার অনুষ্ঠিত হবে।
উপাধ্যক্ষ আবিদুর রহমান তালুকদার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করবেন কবি ও গবেষক মুসা আল হাফিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফরিদুদ্দিন ফারুক, কবি আল মাহমুদ গবেষক কবি কমরুদ্দিন আহমদ, লেখক ও সম্পাদক মুহাম্মদ গোলাম রব্বানী ইসলামাবাদী,
লেখক, গ্রন্থকার নিজামুদ্দিনসহ বিশিষ্ট কবি,সাহিত্য ও লেখকগণ।