আজ আমরা খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিচ্ছি; ফখরুল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২১ ২০২০, ১৫:২২

দেশনেত্রীকে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমরা আজ শপথ নিচ্ছি, আমরা দেশে গনতন্ত্র ফিরিয়ে আনবো বলে মন্তব্য করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই। দেশের জনগণের অধিকার হরণ করা হয়েছে। দেশে কোনো আইনের শাসন নেই। ন্যায় বিচার নেই। দেশে সেই গনতন্ত্র ফিরিয়ে আনার জন্য।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ভাষা আন্দোলনের ওপর ভিত্তি করে আমরা মুক্তিযুদ্ধ করেছি। একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গণতন্ত্রের যে চেতনা আজকের ৬৮ বছর পরেও বর্তমান দখলদার সরকার জনগণের সকল অধিকারকে হরণ করেছে।

বিএনপি মহাসচিব বলেন, সরকার ভোটের অধিকার হরণ করে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে একদলীয় রাষ্ট্র তৈরি করার সবধরণের অপকৌশল চালাচ্ছে।