আজিব খবর: সড়ক ও জনপথ অধিদফতরের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ভারতীয় নাগরিক!

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ০৩ ২০২১, ০৩:৩২

আজিব খবর

জগলুল হায়দার

হায় কি আজব খেলতামাশা
খবর শুইনা মূর্ছিত
কোন দেশে নাইরে এমন
কতো দেশই ঘুরছি তো।

বেকারভরা এই দেশে আজ
চাকরিও হয় হরিলুট
সরকারি সব প্রোজেক্ট থেকেও
করছে তারা কড়ি লুট।

পাশের দেশের বাঁশের তবে
এইটা আরেক নমুনা
তাদের লোকই চিফ হয়ে যায়
তাও কি কিছু কমু না!

ভূভারতে বাড়ি চাঁদূর
বস হয়ছেন সিলেটের
দেশটা তবে প্রদেশ নাকি
পাচ্ছো কি তা দিলে টের!?


ছবি ও খবর সুত্র: দৈনিক যুগান্তর। সড়ক ও জনপথ অধিদফতরের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা। যিনি একজন ভারতীয় নাগরিক।