আগুন লাগিয়ে দেব
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৫ ২০১৯, ১৮:৫৩

চকিত প্রাচুর্য
প্রাগৈতিহাসিক যুগ থেকে এসেছে আধুনিক যুগ, আসছে আধুনিকত্তোর যুগ!
হাজার হাজার বছর ধরে তোমরা মানব-মানবীর প্রেম দেখেছো,
হয়তো আরো হাজার বছর ধরে মানব-মানবীর প্রেম দেখবে।
এমন প্রেমিক তোমরা দেখনি,
হয়তো দেখবে না কোনদিন ও!
এমন এক ভয়ঙ্কর প্রেমিক আমি,
যার প্রেমে কোন কার্পণ্যতা নেই!
যদি প্রণয়িনী বলে,
“এই ক্ষণ থেকে তোমার সাথে বিচ্ছেদ চায়!”
সেই ক্ষণে অনিমেষ চোখে অনুত্তর আমি-
আগুন লাগিয়ে দেব আকাশে
বিষাক্ত রাসায়নিক পদার্থ দেব বাতাসে।