আগামী ছয় মাস ২০ শতাংশ কম বেতন নেবেন নিউজিল্যাণ্ডের প্রধানমন্ত্রী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৫ ২০২০, ১৯:৫৯

সারা বিশ্বকে এক মহামন্দার দিকে নিয়ে যাচ্ছে অতিমারি কভিড-১৯ করোনাভাইরাস। সেই বিপর্যয় মোকাবিলায় বিভিন্ন দেশ নানা ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ের দিকে ঝুঁকছে। এর মধ্যে আছে বিশ্বের অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের বেতন কম নেওয়া। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান আজ বুধবার ঘোষণা দিয়েছেন, আগামী ছয় মাস তিনি ২০ শতাংশ বেতন কম নেবেন।

প্রধানমন্ত্রীর পাশাপাশি জাসিন্ডার মন্ত্রিসভার অন্য সদস্যরাও আগামী ছয় মাস ২০ শতাংশ কম বেতন নেবেন। সরকারি খাতের বড় বড় কর্মকর্তা ও অন্য রাজনীতিকদের বেতনও কাটা হবে।

এই দ্বীপদেশটিতে করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী জাসিন্ডার বিভিন্ন পদক্ষেপ এরই মধ্যে প্রশংসিত হয়েছে।

নিজের ও মন্ত্রীদের বেতন কমানো নিয়ে জাসিন্ডা বলেন, যারা করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মসংস্থান হারিয়েছেন, বেতন কর্তনের শিকার হয়েছেন, অথবা যারা বেতনভর্তুকির আওতায়, তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে এমন উদ্যোগ নেয়া হয়েছে।