আগামীকাল হাটহাজারী মাদরাসায় বুখারী শরীফের সমাপনী দরস
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৮ ২০১৯, ১৭:৫৪

একুশে জার্নাল ডটকম;
এশিয়ার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার দাওরায়ে হাদীস সমাপনীবর্ষ ২০১৮-১৯’র বুখারী শরীফের সমাপনী দরস আগামীকাল (২৯ মার্চ) বিকেল তিনটায় মাদরাসার শিক্ষাভবনের দ্বিতীয় তলায় অবস্থিত দারুল হাদীস মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে হাদীস শাস্ত্রের সর্বনির্ভরযোগ্য গ্রন্থ বুখারী শরীফের শেষ হাদিসের দরস প্রদান ও দুআ পরিচালনা করবেন জামিয়ার পরিচালক শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফী।
মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ মাদরাসার উস্তাদবৃন্দ বিদায়ী ছাত্রদের উদ্যেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।
উল্লেখ্য, দারুল উলূম হাটহাজারীর চলতি শিক্ষাবর্ষে দুই সহস্রাধিক ফারেগীন শিক্ষার্থী রয়েছে বলা জানা গেছে।