আগামীকাল হাটহাজারীতে বানান-প্রতিযোগিতা অনুষ্ঠান ও আলোচনা সভা

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০৬ ২০১৯, ১৩:১৪

হাবীব আনওয়ার

নতুন-প্রজম্মের কাছে শুদ্ধ বানান ছড়িয়ে দিতে হাটহাজারীতে আয়োজন হচ্ছে ‘বানান-প্রতিযোগিতা অনুষ্ঠান ও আলোচনা সভা’।

আগামিকাল ৭ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাদ যোহর থেকে চট্টগ্রাম হাটহাজারীস্থ নূর মসজিদের দক্ষিণ পার্শ্বে বাংলাবাড়ি-মিলনায়তে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মেধাভিত্তিক অনুষ্ঠানটির আয়োজন করছেন,প্রমিতউচ্চারণ, ভাষাসাহিত্য ও সাংবাদিকতার সমন্বয় প্রতিষ্ঠান ‘বাংলাবাড়ি’।

বাংলাবাড়ির পরিচালক মাওলানা ইশতিয়াক সিদ্দিকী ‘একুশে জার্নাল’কে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,তরুণ প্রজম্মকে বাংলাভাষা ও শুদ্ধ বানানের প্রতি উদ্বুদ্ব করার জন্য আমরা এই আয়োজন করেছি।এবং আমাদের এই অনুষ্ঠানে মেধা-তালিকায় উত্তীর্ণ সেরা পনেরো শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।তাছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে শান্তনা পুরস্কার।

তিনি আরও জানান,অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকছেন, মাদরাসাতুল মানসুর বাংলাদেশ এর পরিচালক ও ‘বানানচর্চা’র লেখক মাও. মুহিউদ্দীন কাসেমী।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকছেন, মেখল মাদরাসার সিনিয়ক শিক্ষক মাও. জাকারিয়া নোমান ফয়জী হাটহাজারী কলেজ’র বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মদ আবু তালেব ও মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী-সম্পাদক মাও সারওয়ার কামাল, ও হাটহাজারী ডায়াগনস্টিক সেন্টারের
নির্বাহী পরিচালক মুহাম্মদ ফয়জুল্লাহ চৌধুরী রুবেল প্রমুখ।

বি.দ্র. যোগাযোগের জন্য
০১৮২১৯২৮৫৬০,০১৭৯৬৯৬৬১৯৯