আগামীকাল লুটন বাতিঘরের কবিতা আসর
একুশে জার্নাল
মার্চ ৩১ ২০১৮, ০৯:৩০
একুশে জার্নাল লুটন: আগামীকাল (১এপ্রিল) রবিবার বিকেল চারটায় লন্ডনের নিকটবর্তী শহর লুটনের একটি বাংলাদেশী সামাজিক সংগঠন ‘বাতিঘর’ এর ব্যাবস্থাপনায় ব্যারিপার্ক কমিউনিটি সেন্টারে একটি কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে।
উক্ত আসরে উপস্থিত থাকবেন লন্ডন,লুটনের লেখক কবি,সাহিত্যিক সাংবাদিকগণ।
এতে বাংলা সাহিত্যপ্রেমী সকলকে উপস্থিত থাকার আহবান করেছে লুটন বাতিঘর।