আগামীকাল থেকে সৌদিতে কারফিউ আইনে আরো কড়াকড়ি আরোপ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৫ ২০২০, ২০:৪০

রাহিমুল ইসলাম রাসেল,সৌদি প্রতিনিধি

করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদিতে সরকার ঘোষিত ২১ দিনের আংশিক কারফিউতে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩টা থেকে কার্যকর হবে এ কারফিউ।

প্রাথমিকভাবে এ কারফিউ সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে সকাল ৬টা পর্যন্ত চলবে ঘোষণা দিয়েছিল সরকার। তবে নতুন ঘোষণায় আরও ৪ ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। অতএব, কারফিউ শুরু হবে বিকেল ৩টায়।

কারফিউ কালীন মক্কা, মদিনা ও রিয়াদে কাউকে প্রবেশ ও বের হতে নিষেধ করা হয়েছে। এছাড়া অন্যান্য প্রদেশে গতিবিধি সীমিত করা হয়েছে।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে সৌদিতে এখন পর্যন্ত ৯০০ জন আক্রান্ত হয়েছে আর প্রাণ গেছে দুজনের।