আগামীকাল থেকে মেয়রের চেয়ারে বসছেন আরিফুল হক
একুশে জার্নাল
অক্টোবর ০৭ ২০১৮, ১১:৩২
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী দায়িত্ব নিচ্ছেন আগামীকাল। দীর্ঘ দুইমাস পর টানা দ্বিতীয়বারে মতো নগর পিতার আসনে বসছেন বিএনপি মনোনীত এই মেয়রপ্রার্থী।
সিসিকের গণসংযোগ কর্মকর্তা শাহাবউদ্দিন শিহাব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
রোববার (৭ অক্টোবর) এক ক্ষুদেবার্তায় সিসিক গণসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জানান, আগমীকাল সোমবার (৮ অক্টোবর) সিসিক মেয়রের দায়িত্ব নিচ্ছেন আরিফুল হক চৌধুরী এ উপলক্ষে সোমবার বিকেলে নগর ভবনে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরশেনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুটি কেন্দ্র স্থগিত হওয়ায় পরবর্তীতে ১১ আগস্ট ওই দুই কেন্দ্রে ভোট গ্রহণ শেষে চুড়ান্ত ফল ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে ৬ হাজার ১৯৬ ভোটের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় বারের মতো মেয়র পদে নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী।
এর প্রায় দুমাস পর আগামীকাল দায়িত্ব বুঝে নিচ্ছেন তিনি