আগামীকাল থেকে আল আমিন সংস্থার মাহফিল শুরু

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৪ ২০১৮, ০৪:২৫

 

হাবীব আনওয়ার: উত্তর চট্টলার দ্বীনি ও সেবা মূলক সংগঠন আল আমিন সংস্থার ব্যবস্থাপনা ও আল্লামা আহমাদ শফি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপী তাফসিরুল কুরআন ও শানদার ক্বেরাত মাহফিল আগামীকাল ৫ ই ডিসেম্বর (বুধবার) বেলা দুই ঘটিকা থেকে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে প্রশাসনের অনুমতিসহ মাহফিলের যাবতিয় কাজ সম্পন্ন হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় হাটহাজারী পার্বতী মাঠে ২১০ বাই ১৫০ ফুট জায়গায় প্যান্ডেল তৈরীর কাজ প্রায় শেষের দিকে।

আগামীকাল বুধবার কেরাত মাহফিলের আমন্ত্রিত বিদেশী ক্বারী সাহেবগণ এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন, আল আমিন সংস্থার সাধারণ সম্পাদক জনাব আহসানুল্লাহ।

এবার কেরাত মাহফিলে কেরাত তেলাওয়াত করবেন, ক্বারী রজাই আইয়ুব তাঞ্জানিয়া, ক্বারী তৈয়ব জামাল ভারত, ক্বারী আফতাব আহমদ দেওবন্দ, ক্বারী আহমাদ বিন ইউছুফ আল আযহারী ঢাকা, ক্বারী সাঈদুল ইসলাম আসাদ ঢাকা, ক্বারী এ.কে. এম ফিরোজ ঢাকা, শিশু ক্বারী আবু রায়হান ঢাকা, ক্বারী রিফাত বিন রশীদ ঢাকা, ক্বারী আরাফাত হুসাইন ঢাকা, ক্বারী জাহেদুল ইসলাম সাঈদ চট্টগ্রামসহ স্থানীয় ক্বারীগণ।

এবং ৬ ও ৭ ডিসেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) বয়ান পেশ করবেন প্রধান অতিথি হিসাবে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দা.বা., বিশেষ অতিথি হিসাবে মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী দা.বা., প্রধান বক্তা হিসাবে মুজাহিদে ইসলাম আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী দা.বা., প্রধান মুফাস্সির হিসাবে খতিবে ইসলাম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী দা.বা.সহ
মাওলানা মামুনুল হক দা.বা.
সাহেব জাদা শাইখুল হাদিস রহ.
মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দা.বা. ঢাকা,মাওলানা আবদুল বাসেত খান সিরাজগঞ্জী,মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটা,হাফেজ মাওলানা হাসান জামিল ঢাকা,মাওলানা নাছির উদ্দীন যুক্তীবাদী গোপালগঞ্জী,মাওলানা মুফতি মুস্তাুকুন্নবী কুমিল্লাহ,মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক ঢাকা,মাওলানা মুফতি রাফি বিন মুনির ঢাকা, মাওলানা নজীর আহমাদ টঙ্গী ও মাওলানা ইসমাইল খান মেখল।

সভাপতিত্ব করবেন মাওলানা মাহমুদুল হাসান