আগামীকালের তাবলিগি মুরব্বিদের পরামর্শ সম্মেলন স্থগিত
একুশে জার্নাল
জানুয়ারি ০৬ ২০১৯, ১২:৫৫
তাবলিগের সংকট নিরসন ও ১ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থী গ্রুপের হামলার বিচার তরান্বিত করার লক্ষ্যে এবং বিশ্ব ইজতেমা ২০১৯ বাস্তবায়নের উদ্দেশে পূর্ব ঘোষিত উলামা ও তাবলিগি মুরব্বিদের পরামর্শ সম্মেলন স্থগিত করা হয়েছে।
বিসমিল্লাহির রাহমানির রাহীম!
আজ স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে ও ধর্মমন্ত্রী ও সচিবদের সাথে বৈঠকে উভয় পক্ষের উপস্থিতে কয়েকটি সিদ্ধান্তে উপনিত হোন।
০৭-০১-২০১৯ইং উত্তরায় ওলামাদের সমাবেশ স্বরাষ্ট্র মন্ত্রীর অনুরোধে স্থগিত করা হয়েছে। সেই সাথে ১১-০১-২০১৯ইং এতাতিদের ইজতেমা স্থগিত করা হয়েছে।
একটি জামাত দারুল-উলুম-দেওবন্দ গিয়ে সাদ সাহেব এর ব্যাপারে তাদের সিদ্ধান্ত শেষবারের মতো শুনে আসবেন।
দেওবন্দে যারা যাবেন তাদের নাম – (আহলে হকদের পক্ষ থেকে) ১। মাওলানা রবিউল হক সাহেব ২। মাওলানা মাহফুজুল হক সাহেব।
(ভুলধারার পক্ষ থেকে) – ১। ফরিদ উদ্দিন মাসুদ ২। ওয়াসিফ ।
সাথে যাবেন ধর্ম প্রতিমন্ত্রী শেথ আব্দুল্লাহ সাহেব ও প্রশাসনিক কর্মকর্তাগণ। এই জামাত ১৫-০১-২০১৯ইং দেওবন্দের উদ্দেশ্যে রওনা হবেন।
জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা হচ্ছে না।
সরকারের সাথে পরামর্শ করে তারিখ নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ৷
আগামীকাল ৭ জানুয়ারি সোমবার রাজধানী ঢাকার উত্তরা ১৪ নং সেক্টর খেলার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও প্রশাসনের অনুমতি না পাওয়ায় পূর্ব নির্ধারিত জাতীয় পরামর্শ সম্মেলনটি হচ্ছে না।
মাওলানা আবদুল কুদ্দুস বলেন, ‘আগামী ১৫ তারিখ বাংলাদেশ সরকার ও তাবলিগের উভয়পক্ষের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল দেওবন্দ যাবেন। তারা দেশে ফিরে আসার আগ পর্যন্ত দেশে তাবলিগ ইস্যুতে কোনো সভা-সমাবেশ, সম্মেলন, জোড় বা ওয়াজাহাতি জোড় কিছুই হবে না বলে জানিয়েছে প্রশাসন।’
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর ২০১৮ তারিখে ঢাকার যাত্রাবাড়ীতে বাংলাদেশ কওমি মাদারাসা শিক্ষাবোর্ড বেফাকের অফিসে উলামায়ে কেরাম ও তাবলিগি মুরব্বিদের এক বৈঠকে এই পরামর্শ সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত হয়।দেশের শীর্ষ আলেমদের এই সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিলো।