আকবরের গ্রেফতারের দাবীতে বালাগঞ্জ খেলাফত মজলিসের স্মারকলিপি প্রদান
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০৯ ২০২০, ১৬:৪৯

বালাগঞ্জ প্রতিনিধি:আজ ৯ অক্টোবর সোমবার, সাবেক এসআই আকবরের গ্রেফতারের দাবীতে খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখা, জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রদান করেছে। খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার পক্ষ থেকে, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন উপজেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহ। স্মারকলিপি প্রদানকালে সভাপতির সাথে ছিলেন, সংগঠনের বালাগঞ্জ উপজেলা সেক্রেটারি সাংবাদিক আবুল কাশেম অফিক, সহসেক্রেটারি মাওলানা মিসবাহ উদ্দিন মিছলু, মাওলানা গিয়াস উদ্দিন নোমান, অর্থ সম্পাদক আবু শাহাজান, পূর্ব পৈলনপুর ইউনিয়ন সভাপতি হাফিজ মাওলানা রেজাউল হক, বালাগঞ্জ ইউপি দায়িত্বশীল আবুল কালাম, শ্রমিক মজলিস উপজেলা সেক্রেটারি এমরান আহমদ, সাংবাদিক জাগির হোসেন জাকির প্রমুখ।
উল্লেখ্য গত ১০ অক্টোবর বন্দরবাজার পুলিশ পাড়িতে মাত্র ৫ হাজার টাকা ঘুষ না দেয়ায় আখালিয়ার বাসিন্দা যুবক রায়হান উদ্দিনকে নির্মম ভাবে পিঠিয়ে হত্যা করে পুলিশ ফাড়ির ইনচার্য এসআই আকবর ও তার সহকারিরা। কিন্তু আজ প্রায় এক মাস অতিবাহিত হয়ে গেলেও এখনো প্রশাসন এস আই আকবর ও তার সকল সাথীকে গ্রফতার করেনি! ইতিমধ্যে সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আকবর সহ জড়িতদের গ্রফতারের দাবীতে নানান কর্মসূচি পালন করেছে। গণ মানুষের সংগঠন খেলাফত মজলিস আকবরসহ জড়িতদের গ্রফতারের দাবীতে গত ১৬ অক্টোবর সিলেটের সকল উপজেলায় ও ১৮ অক্টোবর সিলেট শহরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়ন করেছে। তারই ধারাবাহিকতায় জেলা খেলাফত মজলিসের সিদ্ধান্তের আলোকে আজ ৯ নভেম্বর সিলেট ডিসি অফিসসহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করে|
তারপরও রায়হানের খুনি এস আই আকবর সহ জড়িতদের গ্রফতার করে বিচারের আওতায় না নিয়ে আসলে, নুন্যতম আসামীদের সঠিক অবস্থান জাতির সামনে পরিস্কার না করলে, খেলাফত মজলিস সিলেটবাসীকে নিয়ে পালনের সিদ্ধান নিয়েছে|