আওয়ামী লীগের জন্য কোন আইন নেই
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১৫ ২০১৮, ০৩:৫৩
ডেস্ক রিপোর্টঃ দেশের সব আইন এখন বিএনপির জন্য আ.লীগের বেলায় কোন আইন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্ঠা ও নাসিরনগর বিএনপি ও ঐক্য ফ্রন্টের মনোনীত ধানের শীর্ষের প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান। তিনি শুত্রুবার ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর আসনের ধরমন্ডল ইউনিয়ন বিএনপির উদ্দোগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ধানের শীর্ষের প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান আরো বলেন দেশের মানুষের মাঝে যে ক্ষোব বিরাজ করছে তার বহিঃপ্রকাশ গঠবে ৩০শে ডিসেম্বর ধানের শীষের বিজয়ের মাধ্যমে। তিনি বলেন কোন ভয় ভীতি, হুমকি,পরোয়া না করে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য তিনি ভোটার দের প্রতি আহবান জানান। তিনি বলেন এ নির্বাচন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন,আইনের শাসন ও গনতন্ত্র প্রতিষ্ঠার ও তারেক রহমানকে ফিরিয়ে আনার নির্বাচন। ধানের শীর্ষের জোয়ার দেখে এ সরকারের মাথা খারাপ হয়ে গেছে উল্লেখ্য তিনি বলেন বেগম জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করেও সারাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে। । তিনি গনতন্ত্রের প্রতিক ধানের শীর্ষে ভোট দেওয়ার আহবান জানান। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি এড.সাফি মাহমুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহ সভাপতি এড. কামরুজ্জামান মামুন, ওমরাও খান, ডা. মেসবাহ উদ্দিন চৌধুরী, এড.আলী আজম চৌধুরী,সফিকুর রহমান সফিক, আমিনুল ইসলাম মনির, মোঃ নাসির উদ্দিন, ময়েজ উদ্দিন ভূইয়া পারভেজ,সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, এমরান মিয়া, সোহাগ মিয়া, পাপরি বেগম,মঈন মিয়া প্রমূখ।