আওয়ামীলীগ বিএনপি উভয় ক্ষমতাপ্রেমিক, দেশপ্রেমিক নয়- পীর সাহেব চরমোনাই
একুশে জার্নাল
ডিসেম্বর ১৮ ২০১৮, ১৪:৩৯
মাহবুব হোসাইনঃ আওয়ামীলীগ বিএনপি এরা ক্ষমতায় যায় শুধুমাত্র দুর্নীতি করার জন্য মানুষের কল্যানের জন্য না।এরা উভয় ক্ষমতাপ্রেমিক কেউই দেশপ্রেমিক নয় বলে মন্তব্য করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা-১২আসনে হাতপাখার প্রার্থী শওকত আলী হাওলাদারের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুফতি রেজাউল করীম।
তিনি তার বক্তব্যে আরো বলেন মানুষ এখন আগের মত নেই এখন অনেক সচেতন, তারা একটি পরিবর্তন চায় আর সেই পরিবর্তন তারা হাতপাখার মাধ্যমেই করতে চায় সেটা সারাদেশে হাতপাখার গনজোয়ারই তার প্রমাণ করে। তিনি উপস্থিত জনতার কাছে আগামী নির্বাচনে ধর্ম-বর্ণ নির্বিশেষে হাতপাখার পক্ষে ভোট দেয়ার আহবান জানান।
পথসভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি আরিফুল ইসলাম এবং ঢাকা ১২ আসনের চরমোনাই পীর মনোনীত হাতপাখার প্রার্থী এডভোকেট শওকত আলী হাওলাদার।
উক্ত পথসভায় ইসলামী আন্দোলনের নেতাকর্মী ছাড়াও ব্যাপক জনসাধারণের উপস্থিতি লক্ষ্য করা যায়।