আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে কুমিল্লায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১৮ ২০১৮, ০৭:৩৪
শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা মঙ্গলবার (১৮ ডিসেম্বর) থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন বলে বিজিবি সদর দপ্তরে থেকে জানানো হয়েছে।
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুমিল্লার ১১টি ও চাঁদপুরের ৬টি সংসদীয় আসনে সকাল থেকে বিজিবি মোতায়েন শুরু করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে।