আইনজীবি সম্মেলন কক্ষে নিজের মারমুখী ভিডিও নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন
একুশে জার্নাল ডটকম
জুন ০৩ ২০১৯, ১৮:২১
একুশে জার্নাল ডেস্ক
ব্যারিস্টার সায়েদুল হক সুমন। বর্তমান সময়ের এক আলোচিত নাম। নিজের ফেইসবুক আইডি থেকে সামাজিক বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে লাইভ করে ইতিমধ্যে যিনি প্রসংশা কুড়িঁয়েছেন সারাদেশের মানুষের কাছে।
কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি অন্যরকম ভিডিও। যা কোন সামাজিক অসঙ্গতি কিংবা দুর্নীতির বিরুদ্ধে নয় বরং দেখা সুপ্রীমকোর্ট আইনজীবি সম্মেলন কক্ষে কয়েকজন আইজীবির সাথে ব্যারিস্টার সুমনের মারমুখী অবস্থা। তবে ভিডিওটির শব্দ ছিলো অস্পষ্ট।
ফেইসবুকে অনেকেই ভিডিওটি শেয়ার করছেন এবং এমনসব অভিনব ক্যাপশন দিচ্ছেন যা দেখে মনে হবে সম্প্রতিকালে ধারণ করা ভিডিওচিত্র এটি। কিন্তু ব্যারিস্টার সুমন জানালেন অন্যরকম তথ্য
ভাইরাল হওয়া ভিডিওটি সম্পর্কে জানতে চাইলে ব্যারিস্টার সুমন জানান, এটি বছরখানেক আগের ভিডিও। বলেন, ‘এটা ঘটেছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কনফারেন্স রুমে। মূলত আমাদের আইনজীবীদের জন্য করা এই রুমে রাজনৈতিক দলের নেতারা প্রায়ই বিভিন্ন সভা করত। যার কারণে আমরা আমাদের রুমটা কাজ থাকলে ব্যবহার করতে পারতাম না। এ বিষয় নিয়েই তর্কাতর্কি থেকে এ ঘটনা ঘটেছে।’
বছরখানেক আগের ভিডিও ভাইরালের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে বলে ধারণা সুমনের। বলেন, ‘আমাকে হেয় বা তার ভালো কাজগুলো থামিয়ে দেওয়ার জন্যই এমন উদ্যোগ নিয়েছে এক শ্রেণির মানুষ।’
কারা এমন কাজ করতে পারে এমন প্রশ্নের জবাবে সুমন বলেন, ‘জামাত-শিবিরের ছেলেরা আমার বিরুদ্ধে লেগে লাগত। এই ছেলেরাই এমন কাজ করছে, তারা চায় না আমি ভালো কাজ করে আলোচনায় থাকি।’
ব্যারিস্টার সুমন বলেন, ‘কোনো কিছুতেই থেমে যাওয়ার মানুষ আমি নই। সমাজ আর প্রশাসনের অসঙ্গতি নিয়ে জীবনের শেষ পর্যন্ত সমাজের জন্য কাজ করে যাব।’