আইডিয়াল ছাত্র সংসদের ঈদ পুনর্মিলনী ও বিষয়ভিত্তিক সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২২ ২০১৯, ১৪:২৬

 

নিজস্ব প্রতিবেদক: মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র আইডিয়াল ছাত্র সংসদের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও বিষয়ভিত্তিক সাপ্তাহিক সভা বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, আইডিয়াল ছাত্র সংসদের প্রধান পৃষ্টপোষক এহসান বিন মুজাহির।

আইডিয়াল ছাত্র সংসদের পৃষ্টপোষক ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে এবং আইডিয়াল ছাত্র সংসদের কার্যকরি কমিটির সহ-সভাপতি, স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইডিয়াল ছাত্র সংসদের কার্যকরি কমিটির সহ-সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক সাদিকুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, সহকারী শিক্ষক শারমিন জান্নাত, কোহিনুর আক্তার শারমিন, রেশমি আক্তার, পিংকী গোয়ালা এবং প্রিয়াক দেব বর্মা।