‘আঁধারে জোছনা জ্বলে’ ও ‘নৈঃশব্দ্যের ডাক’ গ্রন্থের মোড়ক উন্মোচন
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ০৮ ২০১৯, ১২:০০

হাবীব আনওয়ার: হাটহাজারীতে আব্দুল্লাহ আল মুনীরের আঁধারে জোছনা জ্বলে, সুন্নাত বিদআতের হাকীকত ও ওয়ালী উল্লাহ নোমানীর নৈঃশব্দ্যের ডাক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯ ঘটিকায় বাংলা বাড়ি মিলনায়তনে এ জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলা বাড়ির পরিচালক ও আওয়ার ইসলামের হাটহাজারী প্রতিনিধি মাওলানা ইশতিয়াক সিদ্দিকী, আলোকিত মিডিয়ার মাওলানা ইব্রাহীম ফুয়াদ, প্রবচন মিডিয়ার সম্পাদক মাওলানা কাজী হামদুল্লাহ, লেখক ও সম্পাদক ওয়ালী উল্লাহ নোমানী, ইনসাফ টোয়েন্টিফোর ডটকমের হাটহাজারী প্রতিনিধি এইচ এম জুনায়েদ, ছড়া পড়ি বইয়ের লেখক হাফেজ এমদাদুল্লাহ, তরুণ লেখক মেহেদী রিয়াদসহ আরও অনেকে।
হাবিব আনওয়ারের সঞ্চালনায় এ আয়োজনে প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা ইশতিয়াক সিদ্দিকী বলেন, কওমী তরুণরা সাহিত্যের পথে হাঁটছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। এ সময় তিনি তিনটি বই নিয়ে বিস্তারিত মতামত প্রদান করেন।
উল্লেখ্য, আব্দুল্লাহ আল মুনীর এর আঁধারে জোছনা জ্বলে ও ওয়ালী উল্লাহ নোমানীর নৈঃশব্দ্যের ডাক বইটি ঢাকা বইমেলায় দাঁড়িকমা প্রকাশনীর ২৩৪ নং স্টলে, চট্টগ্রামের বইমেলায় ১২ নং স্টলে পাওয়া যাবে। এছাড়াও হাটহাজারী মাদরাসা সংলগ্ন মোহাম্মদীয়া লাইব্রেরী ও অনলাইন বুকশপগুলোতে দেশের যে কোন স্থান থেকে সংগ্রহ করা যাবে।
সকাল ৯টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠান বেলা ১১ টায় মোড়ক উন্মোচন ও অটোগ্রাফ ফটোগ্রাফ পর্বের মাধ্যমে সমাপ্ত হয়।